Showing posts with label Physical-Science. Show all posts
Showing posts with label Physical-Science. Show all posts

Thursday, 13 February 2020

কৃতকার্য কাকে বলে ?

কোন বস্তুর উপর বল প্রযুক্ত হলে যদি বলের অভিমুখে বস্তুটির সরণ হয়, তবে প্রযুক্ত বল ও বলের অভিমুখে বস্তিটির সরণের গুণফলকে কৃতকার্য বলে |

বস্তুর উপর বল P প্রয়োগের ফলে বস্তুটির সরণ A থাকে B তে হল |

AB = S

প্রযুক্ত বল = P

কৃতকার্য = প্রযুক্ত বল * বস্তুত সরণ

W = P x S


যদি বস্তুর সরন সরাসরি প্রযুক্ত বলের অভিমুখে না হয়ে অন্য দিকে হয় তবে প্রযুক্ত বলের পরিমান উপাংশ দিয়ে নির্ণয় করা হয়।


Read More

সদ্ বিম্ব এবং অসদ্ বিম্বের মধ্যে পার্থক্য কি? প্রতি ধরণের প্রতিবিম্বের একটি করে উদাহরণ দাও ।

সদ্ বিম্ব এবং অসদ্ বিম্বের মধ্যে পার্থক্য কি? প্রতি ধরণের প্রতিবিম্বের একটি করে উদাহরণ দাও ।



Read More

আলোর প্রতিফলনের সূত্রগুলো কি?

Laws of Reflection:

আলোর প্রতিফলন নিম্নলিখিত সূত্রগুলো মেনে চলে -

১) আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্বে একই সমতলে অবস্থিত।

AO, OB ও ON একই সমতলে অবস্থিত ।

২) আপতন কোন সর্বদা প্রতিফলন কোনের সমান হয়।

কোন AON = কোন BON


Read More

Sunday, 9 February 2020

সরন কাকে বলে ?

কোন বস্তুকণা একটি নির্দিষ্ট দিকে সময়ের সাথে স্থান পরিবর্তন করলে, বস্তুটির প্রথম ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে বস্তুটির সরন বলে। যেমন -



সরণের মান ও অভিমুখ থেকে, তাই সরণ একটি ভেক্টর রাশি

সরণের একক :
MKS - মিটার
CGS - সেন্টিমিটার

Read More

Friday, 29 March 2019

ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে শব্দের উৎস এবং প্রতিফলকের নূন্যতম দূরত্ব কত হওয়া প্রয়োজন ?

ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে শব্দের উৎস এবং প্রতিফলকের নূন্যতম দূরত্ব কত হওয়া প্রয়োজন ?
16.6 cm
15.6 cm
12.6 cm
32.2 cm
Read More

নাইট্রোজেন স্থায়ীকরণ গুরুত্বপূর্ণ পদ্ধতি হল -

নাইট্রোজেন স্থায়ীকরণ গুরুত্বপূর্ণ পদ্ধতি হল -

  1. হেবার পদ্ধতি 
  2. সলভে পদ্ধতি
  3. ডেকন পদ্ধতি
  4. Frash পদ্ধতি
Read More

কে হাইড্রোজেন সালফাইড গ্যাস আবিষ্কার করেন ?

কে হাইড্রোজেন সালফাইড গ্যাস আবিষ্কার করেন ?

  1. প্রিস্টলে
  2. সীলে
  3. ল্যাভয়সিয়ে
  4. টমসন
Read More

এদের মধ্যে কোনটি ধাতু নয় ?

এদের মধ্যে কোনটি ধাতু নয় ?

  1. মারকারি 
  2. জিংক 
  3. টাংস্টেন 
  4. ফসফরাস
Read More

1 Fathom = how much?

1 Fathom = how much?

  1. 6 mitre
  2. 6 feet
  3. 60 feet
  4. 100 cm
Read More

Thursday, 28 March 2019

সমস্ত অ্যাসিড যে উপাদান রয়েছে ?

সমস্ত অ্যাসিড যে উপাদান রয়েছে ?

  1. অক্সিজেন 
  2. ক্লোরিন 
  3. সালফার 
  4. হাইড্রোজেন
Read More

রোধের একক কি ?

রোধের একক কি ?

  1. জুল
  2. ওহম 
  3. নিউটন 
  4. অ্যাম্পিয়ার
Read More

বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশি গতিবেগে গাড়ি চালানো অসুবিধা হয়ে পড়ে তার কারণ কি ?

বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশি গতিবেগে গাড়ি চালানো অসুবিধা হয়ে পড়ে তার কারণ কি ?

  1. ঘর্ষণ কমে যায় 
  2. ঘর্ষণ বেড়ে যায় 
  3. ঘর্ষণ শূন্য হয়ে যায় 
  4. গাড়ির উপর অধিক বল প্রয়োগ করা যায় না
Read More

কোন বস্তুর ওজন সর্বাধিক কোথায় হবে?

কোন বস্তুর ওজন সর্বাধিক কোথায় হবে?

  1. পৃথিবীর কেন্দ্রে 
  2. পৃথিবী থেকে অসীম দূরত্বে 
  3. পৃথিবীর পৃষ্ঠে 
  4. পৃথিবীর কেন্দ্র থেকে অসীম দূরত্ব পর্যন্ত ওজন এখন হবে
Read More

আলোর কোন ধর্মের জন্য জলের মধ্যে ঘোষা কা স্বচ্ছ দেখায় ?

আলোর কোন ধর্মের জন্য জলের মধ্যে ঘোষা কা স্বচ্ছ দেখায় ?

  1. প্রতিফলন 
  2. প্রতিসরণ 
  3. ব্যতিচার 
  4. তরঙ্গ ধর্ম
Read More

Wednesday, 27 March 2019

হ্যালির ধূমকেতু কত সময় অন্তর পৃথিবীর কাছে আসে?

হ্যালির ধূমকেতু কত সময় অন্তর পৃথিবীর কাছে আসে?

  1.  176.3
  2. 74.8
  3. 76.3
  4. 64.7
Read More

আলোকবর্ষ নিচের কোনটির একক ?

আলোকবর্ষ নিচের কোনটির একক ?

  1. গতি বেগ 
  2. সময় 
  3. দূরত্ব 
  4. দীপন প্রাবল্য
Read More

ঝালাইয়ের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকানোর জন্য ব্যবহৃত যৌগটি নাম কি?

ঝালাইয়ের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকানোর জন্য ব্যবহৃত যৌগটি নাম কি?

  1. CH4 
  2. C2H6
  3. C2H2
  4. C2H4
Read More

কোন যৌগটি তড়িৎযোজী ?

কোন যৌগটি তড়িৎযোজী ?

  1. অক্সিজেন অনু 
  2. সোডিয়াম ক্লোরাইড 
  3. জল 
  4. অ্যামোনিয়া
Read More

ইউরিয়া হল গবেষণাগারে কৃত্রিম উপায়ে তৈরি প্রথম জৈব যৌগ এটিকে প্রস্তুত করেছিলেন?

ইউরিয়া হল গবেষণাগারে কৃত্রিম উপায়ে তৈরি প্রথম জৈব যৌগ এটিকে প্রস্তুত করেছিলেন?

  1. পাস্তুর
  2. বারজে লিয়ার্স 
  3. উই্লার
  4. ল্যাভয়সিয়ে
Read More

নিচের কোনটির গলনাংক সবচেয়ে বেশি ?

নিচের কোনটির গলনাংক সবচেয়ে বেশি  ?

  1. বরফ 
  2. হীরক 
  3. সোডিয়াম ক্লোরাইড
  4. ম্যাগনেসিয়াম ক্লোরাইড
Read More