Showing posts with label Geography. Show all posts
Showing posts with label Geography. Show all posts

Monday, 15 April 2019

কপিলধারা ফলস - এর অবস্থান কোথায় ?

কপিলধারা ফলস - এর অবস্থান কোথায় ?

  1. শোন্ নদীর উপর 
  2. চম্বল নদীর উপর 
  3. নর্মদা নদীর উপর 
  4. কৃষ্ণা নদীর উপর 
Read More

পশ্চিমবঙ্গে "বিশেষ অর্থনৈতিক অঞ্চলের " কোথায় পরিকল্পনা করা হয় ?

পশ্চিমবঙ্গে "বিশেষ অর্থনৈতিক অঞ্চলের " কোথায় পরিকল্পনা করা হয় ?


  1. মেদিনীপুর অঞ্চলে 
  2. ঝাড়গ্রাম অঞ্চলে 
  3. নন্দীগ্রাম অঞ্চলে 
  4. হলদিয়া 
Read More

Thursday, 28 March 2019

ছোটনাগপুর মালভূমি কোন শিলায় গঠিত?

ছোটনাগপুর মালভূমি কোন শিলায় গঠিত?

  1. গ্রানাইট ও নিস শিলা 
  2. পাললিক শিলা 
  3. পলিমাটি 
  4. লাভা প্রবাহ
Read More

Sunday, 3 March 2019

কাস্ট ভূমিরূপ কি? কাস্ট ভূমিরূপ অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা কর।

কাস্ট ভূমিরূপ :

কাস্ট একটি জার্মান শব্দ এটি ইন্দো-ইউরোপীয় শব্দ থেকে এসেছে যার অর্থ হলো শিলা |

ভূমিরূপ বিদ্যায় কাস্ট হল সেই সমস্ত ভূখণ্ড যেখানে জলে দ্রবন ক্রীড়ায় ভূপৃষ্ঠ ও কৃষ্টি ও শিলা দ্রবীভূত হয় শিলার রাসায়নিক ও ভৌত ধর্মের পরিবর্তন ঘটে এবং সেইসঙ্গে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ ও জলনির্গম প্রণালী গঠিত হয় এবং পৃথিবীর যেসব স্থানে বা ঐ জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে সেই সব অঞ্চল কে কাস্ট |

সাধারণত, চুনাপাথর ডলোমাইট রক বিশেষ মাটির ধরন সমন্বয় অঞ্চল গঠিত

যেমন - ভারতের বোরা কেভ (অন্ধ্র প্রদেশ)

কাস্ট ভূমিরূপ গঠনের উপযুক্ত অবস্থা :

পৃথিবীর সব জায়গায় কাস্ট ভূমিরূপ প্রকট ভাবে গড়ে ওঠে তার পিছনে কত অবস্থা কাজ করে | যেমন  -
  • চুনাপাথরের স্তর :-
ভূপৃষ্ট বা তার ঠিক নিচে চুনাপাথরের স্তর থাকা বাঞ্ছনীয়, ডলোমাইট , খড়ি মাটি বা  অন্যান্য দ্রাব্য শিলাতে কাস্ট ভূমিরূপের প্রাথমিক অবস্থা সৃষ্টি হলে ও, অন্যন্য জরুরি  বৈশিষ্ট্য - এর অভাবে ভূমিরূপে কাস্ট সুষ্ঠুভাবে তৈরি হতে পারে না ।
  • চুনাপাথরের স্তরের গঠন :-
চুনাপাথরের স্তরটি ঘন ও ফাটল দ্বারা বিচ্ছিন্ন এবং পাতলা স্তর সমন্বিত হতে হবে এবং যান্ত্রিক আবহবিকার প্রতিরোধী  এবং অসংখ্য দারণযুত্ত হওয়া প্রয়োজন, কারণ শিলার দারণ ভৌমজলের প্রবাহকে অক্ষুন্ন রাখতে সহায়তা করে ।
  • ভৌমজলের প্রাবশ্যতা :-
চুনাপাথরের স্তরটির মধ্যে ভৌমজলের বা প্রাবশ্য জলের সঞ্চালন দ্রুত ও সহজতর হতে হবে কারণ এতে দ্রবনের হার বৃদ্ধি পায় ।


  • বৃষ্টিপাতের পরিমান :-
এলাকাটিতে মাঝারি থাকে উচ্চ হরে বৃষ্টিপাত হওয়া জরুরি  , কারণ দ্রবনের  মাধ্যমই হলো জল । বার্ষিক বৃষ্টিপাত ৩০ সেমির কম হলে দ্রবণ প্রক্রিয়া ব্যাহত হবে ।

বৃষ্টিপাতের পরিমান > ৩০ সেমি   
  • নদীর প্রয়োজনীয়তা :-
দ্রাব্য শিলাস্তর  যদি অদ্রাব্যপাতলা শিলাস্তর দ্বারা ঢাকা থাকে তাহলে অঞ্চলটিতে কর্তিত  নদী থাকা আবশ্যক । কারণ নদী উপরের স্তরটিকে কর্তিত করে দ্রাব্য স্তরকে উন্মুক্ত না করলে কাস্ট ভূমিরূপ গঠন হবে না ।

  • দ্রাব্য শিলাস্তরটি সমুদ্রপৃষ্ট থেকে পরিমান মতো উঁচুতে  থাকা প্রয়োজন ।




Read More

Thursday, 10 January 2019

হিমালয় পর্বত সৃষ্টির কারণ


হিমালয় পর্বত সৃষ্টির কারণ
Read More