Thursday, 21 March 2019

পদার্থের অবস্থার পরিবর্তন কাকে বলে ? (What is Change of State)


তাপ প্রয়োগ বা নিষ্কাশন এর ফলে কোন পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থা রূপান্তরিত হওয়ার ঘটনাকে পদার্থের অবস্থার পরিবর্তন বলে |


পদার্থের অবস্থার পরিবর্তন হল  ভৌত পরিবর্তন,  কারন  এই পরিবর্তনে পদার্থের অণুর গঠন-এর কোন পরিবর্তন হয় না ।

সাধারণত, পদার্থের তিনটি অবস্থা কঠিন, তরল ও গ্যাসীয় কঠিন তাপ গ্রহণ করে তরল, তরল তাপ  গ্রহণ করে গ্যাসীয় হয় ।  একই ভাবে গ্যাসীয় তাপ বর্জন করে তরল, তরল তাপ বর্জন করে কঠিন হয় ।