কাস্ট ভূমিরূপ :
কাস্ট একটি জার্মান শব্দ এটি ইন্দো-ইউরোপীয় শব্দ থেকে এসেছে যার অর্থ হলো শিলা |
ভূমিরূপ বিদ্যায় কাস্ট হল সেই সমস্ত ভূখণ্ড যেখানে জলে দ্রবন ক্রীড়ায় ভূপৃষ্ঠ ও কৃষ্টি ও শিলা দ্রবীভূত হয় শিলার রাসায়নিক ও ভৌত ধর্মের পরিবর্তন ঘটে এবং সেইসঙ্গে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ ও জলনির্গম প্রণালী গঠিত হয় এবং পৃথিবীর যেসব স্থানে বা ঐ জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে সেই সব অঞ্চল কে কাস্ট |
সাধারণত, চুনাপাথর ডলোমাইট রক বিশেষ মাটির ধরন সমন্বয় অঞ্চল গঠিত
যেমন - ভারতের বোরা কেভ (অন্ধ্র প্রদেশ)
কাস্ট ভূমিরূপ গঠনের উপযুক্ত অবস্থা :
পৃথিবীর সব জায়গায় কাস্ট ভূমিরূপ প্রকট ভাবে গড়ে ওঠে তার পিছনে কত অবস্থা কাজ করে | যেমন -
ভূপৃষ্ট বা তার ঠিক নিচে চুনাপাথরের স্তর থাকা বাঞ্ছনীয়, ডলোমাইট , খড়ি মাটি বা অন্যান্য দ্রাব্য শিলাতে কাস্ট ভূমিরূপের প্রাথমিক অবস্থা সৃষ্টি হলে ও, অন্যন্য জরুরি বৈশিষ্ট্য - এর অভাবে ভূমিরূপে কাস্ট সুষ্ঠুভাবে তৈরি হতে পারে না ।
কাস্ট একটি জার্মান শব্দ এটি ইন্দো-ইউরোপীয় শব্দ থেকে এসেছে যার অর্থ হলো শিলা |
ভূমিরূপ বিদ্যায় কাস্ট হল সেই সমস্ত ভূখণ্ড যেখানে জলে দ্রবন ক্রীড়ায় ভূপৃষ্ঠ ও কৃষ্টি ও শিলা দ্রবীভূত হয় শিলার রাসায়নিক ও ভৌত ধর্মের পরিবর্তন ঘটে এবং সেইসঙ্গে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ ও জলনির্গম প্রণালী গঠিত হয় এবং পৃথিবীর যেসব স্থানে বা ঐ জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে সেই সব অঞ্চল কে কাস্ট |
সাধারণত, চুনাপাথর ডলোমাইট রক বিশেষ মাটির ধরন সমন্বয় অঞ্চল গঠিত
যেমন - ভারতের বোরা কেভ (অন্ধ্র প্রদেশ)
কাস্ট ভূমিরূপ গঠনের উপযুক্ত অবস্থা :
পৃথিবীর সব জায়গায় কাস্ট ভূমিরূপ প্রকট ভাবে গড়ে ওঠে তার পিছনে কত অবস্থা কাজ করে | যেমন -
- চুনাপাথরের স্তর :-
- চুনাপাথরের স্তরের গঠন :-
- ভৌমজলের প্রাবশ্যতা :-
- বৃষ্টিপাতের পরিমান :-
বৃষ্টিপাতের পরিমান > ৩০ সেমি
- নদীর প্রয়োজনীয়তা :-
- দ্রাব্য শিলাস্তরটি সমুদ্রপৃষ্ট থেকে পরিমান মতো উঁচুতে থাকা প্রয়োজন ।