যখন
কোনো উদ্ভিদ কোষ তার অন্তর্নিহিত জল ত্যাগ করতে থাকে তখন প্লাসমোলিসিস ঘটে । কোনো
কোষের মধ্যে থাকে যখন জল বাড়িয়ে যেতে থাকে তখন সেই ঘটনা কে অভিস্রবণ (Osmosis) বলে ।
ফল স্বরূপ যে অবস্থাটি সৃষ্টি হয়
তাকে প্লাসমোলিসিস বলে।
যেমন
- নীলের দ্রবণে রোজনীগন্ধা ফুল ডুবালে ফুল গুলো নীল বর্ণ ধারণ
করে ।