Saturday, 23 March 2019

পুনঃশিলীভবন কাকে বলে?


চাপ প্রয়োগের ফলে বরফের গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে আবার ওর কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাকে পুনঃশিলীভবন বলে |

চাপ প্রয়োগের ফলে সমতল পৃষ্ঠ দুটিতে বরফের গলনাঙ্ক কমে জিরো ডিগ্রির নিচে নেমে যায় কিন্তু বরফের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে সুতরাং উষ্ণতায় গলনাঙ্ক বেশি হওয়ার ফলে ওই জায়গায় বরফ গলে জল হয়ে যায়, আবার চাপ উঠিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে গলনাঙ্ক আবার বেড়ে জিরো ডিগ্রী সেন্টিগ্রেড হলে, ওই জায়গার গলা জল আবার জমে বরফ হয়ে যায় | ফলে বরফ দুটি জোড়া লেগে যায়,  এটাই পুনঃশিলীভবন বা Regulation.

বটমলীর পরীক্ষার মাধ্যমে পুনঃশিলীভবন ব্যাখ্যা করা যায় | নিচে ছবিটি দেয়া হলো |